মিলাদ হোসেন শুভ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওর অঞ্চলে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সরকারি তৎপরতায় কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন বলে তিনি উল্লেখ্য করেছেন।
বুধবার (২৯এপ্রিল) সুনামগঞ্জ দক্ষিণ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন প্রদানকালে তিনি একথা বলেন।
সারা দেশে কৃষকদের প্রায় ৪০০ এর অধিক হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একেকটি মেশিন ২১ লাখ টাকা ভুর্তকি দিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা খোলা থেকে ধান বিক্রয় করতে পারবেন। সরকারি ধান ক্রয় কার্যক্রমে কোনো অনিয়ম হবে না।
মন্ত্রী বলেন, আমি হাওরে কৃষকের মুখে হাসি দেখেছি। কৃষকরা সুন্দরভাবে ঘরে ধান তুলতে পারলে করোনার দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারবেন। ৪% হারে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। হাওরের কৃষকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলেও তিনি উল্লেখ্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, বিরোধী দলীয় হুইফ ফজলুর রহমান মিসবাহ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মহিলা সংসদ সদস্য শামিমা শাহরিয়া, পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।
/এসএস