কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে এই প্রথমবারের মতো ছন্নছাড়া মানসিক প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘পিপলস এ্যাসোসিয়েসন ফর সোস্যাল এ্যাডভান্সমেন্ট’ (পাশা) সামাজিক সংস্থা।
জেলা শহরের প্রায় প্রতিটি অলিগলিতে পরে থাকা পাগলদের খুঁজে খুঁজে বিভিন্ন স্থানে ছন্নছাড়া মানসিক বিকারগ্রস্থ ব্যাক্তিদের মাঝে ১০ দিনব্যাপী খিচুড়ি ও বিশুদ্ধ পানি খাওয়ানোর চলমান কার্যক্রমের অব্যাহত রেখেছে।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৯ এপ্রিল বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে গিয়ে ছন্নছাড়া পাগলদের মাঝে খাদ্য বিতরণ করেন পিপলস এ্যাসোসিয়েসন ফর সোস্যাল এ্যাডভান্সমেন্ট (পাশা) সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন।
এ এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ আল আমিন ,ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন বাবু সহ কর্মচারী কর্মকর্তা বৃন্দ।
পিপলস এ্যাসোসিয়েসন ফর সোস্যাল এ্যাডভান্সমেন্ট (পাশা) সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন বলেন করোনাভাইরাস যতদিন থাকবে ততদিন এই অসহায় ছিন্নমূল পাগলদের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।
এমএম/পাবলিকভয়েস