
বৃহত্তর সিলেট বিভাগের শীর্ষস্থানীয় আলেম জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর মৌলভীবাজারের (বরুণা মাদরাসা) শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ফজরের পর মৌলভীবাজার সদরস্থ ঢেউপাশী গ্রামের নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেছেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা খালিদ আহমদ।
সকাল ৬টায় জানাযা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় প্রশসানের অনুরোধে ফজরের পরপরই জানাযা সম্পন্ন করা হয়। এরপর বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন- জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের শিক্ষা সচিব মুফতী শফিকুর রহমান, হেতিমগঞ্জ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা বশির আহমদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সহসভাপতি মাওলানা কাজী হারুনূর রশীদ, সহ সাধারাণ সম্পাদক মুহিবুল ইসলাম চৌধুরী, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মৌলভীবাজারের মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান হেলাল, মৌলভীবাজার নূরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন প্রমুখ।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯.২০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় আল্লামা আবদুল মুমিত ঢেউপাশী শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলািইহি রাজিউন)।
মৌলভীবাজারের শীর্ষ আলেম আল্লামা আবদুল মুমিত ঢেউপাশীর ইন্তেকাল
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল মুমিত দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আল্লামা আবদুল মুমিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। তিনি মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সিলেটের বরেণ্য আলেম। তিনি ঢেউপাশী হুজুর নামেই অধিক পরিচিত ছিলেন।
প্রচারবিমুখ সাদাসিধে জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের এই শীর্ষ আলেম ও হাদিসের দক্ষ শিক্ষক হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন সিলেটের কওমী অঙ্গনে । তার আকষ্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
/এসএস