
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিয়ম ভঙ্গ করায় এবার শাস্তি পেলেন মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী নূর আজমি গাজালি। সামাজিক দূরত্ব বজায় না রেখে খাবার খাওয়ায় মঙ্গলবার তিনিসহ ১৫ জনকে এক হাজার রিঙ্গিত করে জরিমানা করেছেন দেশটির ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, গত ১৮ এপ্রিল প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতি দেখতে কয়েকজন কর্মকর্তাসহ দেশটির হুলু পেরাক জেলার এক স্বাস্থ্যকেন্দ্রে যান নূর আজমি গাজালি। সেখানে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় এক মাদ্রাসায় নামাজ পড়তে যান তারা।
পরে ওই মাদ্রাসায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই ১৪ জন কর্মকর্তার সঙ্গে খাবার খেতে বসেন স্বাস্থ্য উপমন্ত্রী। এ সময় একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে সমালোচনার মুখে সেটি সরিয়েও ফেলেন। তবে নিয়ম ভঙ্গ করায় আদালতে হাজির হতে হয় তাকে।
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি তার দোষ স্বীকার করে নেন। পরে বিচারক ওই ছবিতে থাকা নূর আজমি গাজালিসহ ১৫ জনকে এক হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার টাকা) করে জরিমানা করেন। জরিমানা প্রদান না করলে প্রত্যেককে এক মাসের কারাদণ্ডও দেন।
এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে নূর আজমি গণমাধ্যমকর্মীদের বলেন, আগামীতে এ ধরনের ভুল আর তিনি করবেন না। দেশের প্রতিটি আইন মেনে চলবেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নত করার চেষ্টা করবেন।
কয়েকদিন আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক করোাভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে পরিবার নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। এ ঘটনায় তাকে শাস্তিস্বরূপ পদাবনতি দেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।