সাগরে ভাসতে থাকা পাঁচশ' রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাজ্যের অনুরোধে রাজি হননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বরং যুক্তরাজ্যেকে ওই রোহিঙ্গাদের আশ্রয় দিতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সঙ্গে এই অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে সব দেশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুই সপ্তাহ আগে মানবপাচারকারীরা পাঁচশ’ রোহিঙ্গাকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ট্রলারে যাত্রা করে। কিন্তু মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ হয়ে সাগরে ভাসছে ওই রোহিঙ্গারা।
রোহিঙ্গাবোঝাই ট্রলার নিজেদের জলসীমায় না থাকায় তাদের গ্রহণে বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ।