অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে বসে খাবার যোগাড় করার সামর্থ্য যাদের নেই তারা আমাকে ফোন করুন, আমি আপনাদের খাদ্য পৌঁছে দেবো, আপনারা ঘরে থাকুন। বাগাতিপাড়ার কোন মানুষ অনাহারে থাকবে না।
মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া পুরাতন গরুহাট চত্ত্বরে করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।
স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঘরে থাকুন, সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করুন। সরকারের দেয়া উপহার সামগ্রীর পাশাপাশি নিজ অর্থায়নে খেটে খাওয়া সাধারন মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেবো আমি।
বিভিন্ন অজুহাতে বিনা কারনে বাড়ির বাহিরে এসে নিজে এবং পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না। করোনা যুদ্ধে টিকে থাকতে হলে বাড়িতে থাকার কোনো বিকল্প নাই।
এসময় মালঞ্চি বাজারের সেলুন কর্মী, চা দোকানি সহ বিভিন্ন পেশার মানুষের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন এমপি-বকুল।
/এসএস