
শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা করে চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুরও করেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমীন (৬৫), তার স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে রাব্বি আমীন (৩০) ও ভাতিজা চৈতন (১৮)।
জানা যায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) সকালে সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামের গিয়াসউদ্দিন ঢালী (৫০) কলা বিক্রির জন্য আসেন। তখন তার মুখে মাস্ক না থাকায় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে রাব্বি মাস্ক কোথায় এবং কেন পরেননি, জিজ্ঞাসা করেন।
এতে গিয়াসউদ্দিন ঢালী ক্ষিপ্ত হয়ে সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বেধে যায়। পরে বাজারে উপস্থিত স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসাও হয়। কিন্তু পরে রাত সাড়ে ৮টার দিকে গিয়াসউদ্দিন ঢালী ২০-২৫ জনের দলবল নিয়ে প্রথমে রাব্বি আমীনের ওপর, পরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
ওসি নজরুল ইসলাম পাবলিক ভয়েসকে জানান, ‘গতকাল সোমবার বাজারের ঘটনার জের ধরেই চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে। বাজারে চেয়ারম্যানের ছেলে রাব্বি আমীন কলা বিক্রেতা গিয়াস উদ্দিন ঢালীকে মাস্ক পরার ব্যাপারে জিজ্ঞেস করায় তর্ক হয়েছিলো। তারই জের ধরে রাতে গিয়াস উদ্দিন তার দলবল নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি’।
তিনি জানান, ‘আমাদের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়নি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে’।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই রাব্বিসহ ইউনিয়নের বিভিন্ন লোক মাইকের মাধ্যমে করোনা সচেতনতার প্রচার করে আসছেন। পাশাপাশি মাস্ক ও সাবান বিতরণ করছেন।
সোমবার সকালে আমিনবাজারে গিয়াস উদ্দিন ঢালী কলা বিক্রি করার জন্য আসেন মাস্ক ছাড়াই। পথের মধ্যে রাব্বি ধরে জিজ্ঞাসা করেন আপনার মাস্ক কই; তখন গিয়াস বলেন, পকেটে আছে। এ সময় রাব্বি পরেন না কেন? প্রশ্ন করতেই রেগে যান গিয়াস উদ্দিন। এক পর্যায়ে তুই-তোকারি করতে থাকেন।
এসময় এ নিয়ে অনেক্ষণ কথা কাটাকাটির জেরে দেখে নেওয়ার হুমকিও দেন গিয়াস উদ্দিন। প্রাথমিকভাবে উপস্থিত স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা হলেও পরে রাতে চেয়ারম্যানের বাড়িতে হামলা করেন গিয়াস উদ্দিন।
[caption id="attachment_75443" align="alignnone" width="570"]
বাজারে মাস্ক পরতে বলায় রাতে চেয়ারম্যানের বাড়িতে হামলা[/caption]
সিড্যা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমাকে কাইচকুড়ি থেকে একজন মোবাইলে ফোন করে বলেন, আমার ছেলে রাব্বিকে সরে যাইতে। ওকে মারার জন্য কারা যেন আসছে।
এ নিয়ে রাব্বিকে ফোন দেয়ার সঙ্গে সঙ্গে দেখি রাব্বি দৌড়ে এসে দরজায় পড়ে যায়। পড়ে যাওয়া অবস্থায় কয়েকজন ওর পায়ের ওপর হকিস্টিক দিয়ে বাড়ি দিতে থাকে।
আমি জোরে চিৎকার দিলে ওরা আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী এলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। কে বা কারা এখনই তা বলা যাবে না। তবে আমি কয়েকজনকে চিনেছি।
/এসএস