দেশে মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট ক্রমশ বাড়ছে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন গরীব-অসহায় ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। তাদের সাহায্যে ত্রাণ তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই তহবিলে এবার ২০ হাজার টাকা দান করলেন এক মুচি।
সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়ার কাছে টাকাগুলো হস্তান্তর করেন মিলন রবিদাস নামের ওই মুচি। ফুটপাতে জুতা মেরামত ও পালিশের কাজ করে আস্তে আস্তে দীর্ঘদিন ধরে তিনি এই টাকাগুলো জমিয়েছেন।
এ বিষয়ে মিলন রবিদাস বলেন, গত ৫ বছর ধরে প্রতিদিন ১০-২০ টাকা করে জমাতাম। ইচ্ছা ছিল কোনো দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর তহবিলে এগুলো জমা দেব। অবশেষে সেটি পূরণ করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া বলেন, দেশের এই সংকটের মধ্যেও অনেক ধনী ব্যক্তি অন্যের সম্পদ লুট করার কাজে ব্যস্ত। অথচ মিলন রবিদাসের মতো এমন অসহায় মানুষরাও সাধারণ জনগণের পাশে দাঁড়াচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে নজির সৃষ্টি করেছেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফুটপাতে জুতা মেরামত ও পালিশের কাজ করেন মিলন রবিদাস। তার বাড়ি উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। বাবার নাম মৃত মতিলাল রবিদাস। সূত্র বাংলা ২৪ নিউজ পেপার।
এমএম/পাবলিকভয়েস