বরিশালের চরমোনাইতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক আকন সিরাজুল ইসলাম।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে এলাকার যুব সমাজকে নিয়ে প্রায় দেড়শো পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
প্রত্যেক পরিবারকে প্রতি প্যাকেটে চিনি, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর ও ট্যাংক পৌঁছে দিয়েছেন উপহার হিসেবে।
রমজানের প্রথম তারাবীহ শেষে রাতব্যাপী বিতরণ কাজে উপস্থিত ছিলেন, ডা. মঈন খান, মাসুদ আর রহমান, মো. সাকিল রাড়ী, বজলুর রহমান খান, মো. ইউনুস হাওলাদার, রাকিবুল ইসলাম।
এ ব্যাপারে আকন সিরাজুল ইসলাম বলেন, রোজাদারের ইফতারিতে স্বল্প হলেও সহায়তা করতে পারার তৃপ্তি ও ভালো লাগাটা কেমন সেটা যে করতে পারবে সেই বুঝবে। আমার নিজ গ্রাম চরমোনাই। আলহামদুলিল্লাহ এখানে চরমোনাই শায়েখগণ সাবক্ষণিক এলাকার মানুষের পাশে রয়েছেন। তারপরও আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর প্রতি ভালোবাসার তাগিদে সামান্য কিছু উপহার দিলাম।
এ কাজে বিশেষ সহায়তার জন্য ইকরামুল মুসলিমী ফউন্ডেশন এবং এলকার যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানান আকন সিরাজ। বিতরণ কাজে সার্বিক সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
/এসএস