
ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর হার কমতে শুরু করায় লকডাউন শিথিল করার দিকে এগোচ্ছে ইউরোপী এ দেশটির সরকার। দেশটিতে সর্বশেষ গতকাল রোববার সন্ধা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিলো ২৬ হাজার ৩৮৪ জন।
বিগত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৬০ জন, যা গত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃত্যু সংখ্যার কমতির দিকে থাকায় আশার আলো দেখছে ইতালির সরকার ও জনগণ।
এরইমধ্যে গতকাল রোববার ইতালির প্রধামন্ত্রী জিউসেপ্পে কন্টে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে লকডাউন শিথিল করা ঘোষণা দিয়েছেন। আগামী ৪ মে থেকে ১৮ মে এর মধ্যে ধীরে ধীরে সীমিত পর্যায়ে লকডাউন তুলে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কন্টে।
স্থানীয় সময় রোববার রাত পৌনে ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ২টা) এ খবর দিয়েছে ইউরোপ ভিত্তিক জনপ্রিয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’।
‘দ্য লোকাল ইতালি’ অনলাইন জানায়, আগামী সপ্তাহে লকডাউন শিথিল কররা ব্যাপারে পূর্ণাঙ্গ বিবরণ ও ব্যাখ্যা তুলে ধরবেন প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে।
এর আগে রোববার সকালেই ‘দ্য লোকাল ইতালি’ জানিয়েছে, আগামী সেপ্টেম্বেরে স্কুলগুলি খুলে দেওয়া হবে। বিশেষ সূত্রে ‘দ্য লোকাল ইতালি’ জানায়, প্রধানমন্ত্রীর লকডাউন শিথিল পরিকল্পনায় এমনটাই বলা হয়েছে।
ভাষণে ইতালির প্রধানমন্ত্রী কন্টে জানান, আগামী সপ্তাহে ৪ মে থেকে রেস্তোরা খোলা হবে এবং জানাযার অনুমতি দেওয়া হবে। তবে রেস্তোরাগুলোতে ভিড় জমানো যাবে না। নির্দিষ্ট সময়ে গিয়ে খাবার সংগ্রহ করতে হবে এবং ঘরে বসে খেতে হবে। এছাড়া জানাযায় নিকটাত্মীদের ১৫ জন অংশ নিতে পারবে।
তিনি আরো জানান, ১৮ মে থেকে সীমিত আকারে অর্থনৈতিক কিছু জোন, পার্ক, গ্রন্থাগার, জিম, জাদুঘরউৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান ও ক্রীড়া প্রশিক্ষণের কিছু অংশ খুলে দেওয়া হবে। তবে পরিস্থিতি পুরোপুরি ভালো না হওয়ায় স্কুলগুলো আগামী সেপ্টেম্বরের আগে খোলা হবে না।
কন্টে বলেন, ‘আমরা আপনাকে আপনার দ্বিতীয় বাড়ি বা ভিলায় ফিরে যেতে বা পাবলিক পার্কগুলিতে ঘুরে দেখার অনুমতি দেব। তবে তার মানে এই নয় যে, আপনি অন্য কারো বাড়িতে বেড়াতে যাবেন’।
প্রধানমন্ত্রী কন্টে আরো জানান, আগামী ১ জুন থেকে বার, রেস্তোঁরা, হেয়ারড্রেসার এবং বিউটি পার্লার খোলা হবে। তবে গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হলে সুনির্দিষ্ট কারণ দর্শাতে হবে এবং সেই সাথে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।
কন্টে বলেন, যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হবে তার আগে এখনই মৃতুর হার শূন্যে আনা সম্ভব নয়। এরজন্য আমাদের অপেক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী কন্টে আরো বলেন, গণপরিবহনে নির্দিষ্ট দূরত্ব রেখে চলতে হবে। পরিবহনগুলোতে সিট ফাঁকা রাখতে হবে এবং ফাঁকা সিটগুলো চিহ্নিত করে দিতে হবে।
এছাড়া কন্টে জানান, ইতালি সরকার শুরু থেকেই কর্মহীনদের প্রথম ধাপে ৬০০ ও পরে ৩০০ ইউরো বোনাস দিয়েছে। তাছাড়া বাসা ভাড়ার জন্য ৪০ শতাংশ আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে।
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস
/এসএস