
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, এই অঙ্গরাজ্যটিতে করোনাভাইরাস চীন থেকে প্রবেশ করেনি। ভাইরাসটি এসেছে ইউরোপ থেকে।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মরণঘাতী এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মৃত্যুরও সাক্ষী হয়েছে দেশটি।
শুধু নিউইয়র্কেই দেশটির এক চতুর্থাংশেরও বেশি আক্রান্ত রোগী পাওয়া গেছে। এমতাবস্থায় চরম সংকটে আছেন অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুমো।
তিনি বলেন, চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর প্রকাশ হওয়ার এক মাস পর গত ২ ফেব্রুয়ারি চীন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইউরোপের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয় আরো এক মাস অর্থাৎ মার্চ মাসে।
তিনি আরো বলেন, চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই ভাইরাসটি সেখান থেকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে পড়ে।কুমো বলেন, প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ১৯ দিন পর রাজ্যে লকডাউনের নির্দেশনা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলো থেকে এখানেই সবার আগে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমার মতে, ভাইরাসটি ইউরোপ থেকেই ছড়িয়ে পড়েছে।
এর ব্যাখায় তিনি বলেন, ফেব্রুয়ারি ও মার্চে ইউরোপ থেকে নিউইয়র্ক ও নিউজার্সির বিমানবন্দরগুলোতে মোট ২২ লাখ মানুষ এসেছে। এদের থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ চীনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার দুই মাস পর আমরা তাদের এখানে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করি। সেখান থেকে ভাইরাসটি এসে থাকলে নিউইয়র্কে আরো আগেই ছড়িয়ে পড়তো। সে রকম কিছু হলে আমরা কোনো পদক্ষেপ নেয়ার আগেই দেখতাম সব শেষ হয়ে গেছে।
এমএম/পাবলিকভয়েস