আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার আমেরিকা ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পবিত্র এই মাসটি পালনকারীদের জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছেন।
তিনি বলেন - 'রমজানের রোজা রাখার এই বিষয়টি সর্বজনীন ইসলামী মূল্যবোধের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যা— শান্তি, উদারতা এবং অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা প্রচার করে।'
ট্রাম্প করোনাভাইরাস ইস্যু টেনে বলেন "বিগত মাসগুলিতে আমরা দেখেছি যে বিপদপূর্ণ সময়ে প্রার্থনার শক্তি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ, পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমি প্রার্থনা করছি যে যারা এই পবিত্র সময়টি পালন করছেন তারা যেন তাদের বিশ্বাস অনুসারে সান্ত্বনা এবং আশ্বাস খুঁজে পান।
অপরদিকে মুসলমানদের কাছে সর্বোচ্চ পবিত্র মাস বলে বিবেচিত ‘মাহে রমযান’ এর চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ৩০ দিনে শা’বান মাস পূর্ণ হয়ে আজ রমযানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। চাঁদ দেখার মাধ্যমে রমযান মাসকে স্বাগত জানিয়েছে আরব দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ। আজ রাতে প্রথম তারাবী ও সেহরী খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র ‘মাহে রমযান’। আমোরিকাতেও কাল থেকে শুরু হবে রমযান।
করোনাভাইরাস মহামারীর কারণে সারাবিশ্বেই এবার পবিত্র রমযান মাস থাকবে নিরানন্দ। হারামাইন শরীফাইনের কর্তৃপক্ষ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন মসজিদে হারামে এবং মসজিদে নববীতে সাধারণদের প্রবেশের বিষয়ে। সম্মিলিত কোন ইফতার আয়োজনও হবে না পবিত্র এই দুই মসজিদে। তবে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণদের বাড়িতে ইফতারীর প্যাকেট পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রধান ইমাম শায়খ সুদাইস।
বাংলাদেশে আজ রমযানের চাঁদ দেখা যাওয়ার কোন সংবাদ দেয়নি ইসলামি ফাউন্ডেশন। আগামী কাল বাংলাদেশে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : আনাদুলু।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে শুরু নিরানন্দ মাহে রমযান