
ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ অনেক পুরোনো। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই বিদ্বেষ কয়েকগুণ বেড়ে যায়। করোনাভাইরাসের কারণে সেটি যেন নতুন করে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশটিতে করোনার সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়ার পেছনে মুসলিমদেরই দোষ দেখছেন অনেক ভারতীয়।
সেই রেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুসলিম বিদ্বেষী নানা মন্তব্য ছড়াচ্ছেন ভারতীয়রা। বাদ নেই সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করা ভারতীয় নাগরিকরাও। তারা বিভিন্নভাবে মুসলমানদের হেয় প্রতিপন্ন করার কাজে লিপ্ত আছেন।
এতেই ক্ষেপেছেন সংযুক্ত আরব আমিরাতের এক রাজকুমারী। সম্প্রতি হেন্দ আল কাসিমি নামে ওই রাজকুমারী দুবাইতে কর্মরত এক ভারতীয় হিন্দুর বেশ কিছু আপত্তিকর ও মুসলিম-বিরোধী টুইট দেখেন। সেগুলোর স্ক্রিনশট দিয়ে তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে দেশে থেকে জীবিকা নির্বাহ করছেন সে দেশের মানুষের (মুসলিম) বিরুদ্ধে ঘৃণা ছড়ালে সেটা কিন্তু ভালো হবে না।
পরবর্তীতে ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই ব্যক্তি ইসলামকে নিয়ে বিদ্রূপ করেছে এবং ১৪০০ বছরের প্রাচীন এই ধর্মকে গাধাদের ধর্ম বলে গালি দিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সে মুসলমানদের বিরুদ্ধে এমন কথা বলতে পারেন না।
এর আগে করোনা পরিস্থিতিতে ভারতে মুসলিমদের অন্যায়ভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা (ওআইসি)। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রভাবশালী ব্যক্তিত্বরাও ভারতের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
এমএম/পাবলিকভয়েস