মুসলমানদের কাছে সর্বোচ্চ পবিত্র মাস বলে বিবেচিত 'মাহে রমযান' এর চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ৩০ দিনে শা'বান মাস পূর্ণ হয়ে রমযানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। চাঁদ দেখার মাধ্যমে রমযান মাসকে স্বাগত জানিয়েছে আরব দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ। আজ রাতে প্রথম তারাবী ও সেহরী খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র 'মাহে রমযান'।
করোনাভাইরাস মহামারীর কারণে সারাবিশ্বেই এবার পবিত্র রমযান মাস থাকবে নিরানন্দ। রমযান উপলক্ষে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় সম্মানিত স্থান পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে থাকে উৎসবের আমেজ। সারাবিশ্ব থেকে মুসলমানরা কা'বা শরীফে যান ওমরা পালন করাসহ পবিত্র দুই মসজিদে ইবাদাত করার জন্য। হাজার হাজার মানুষ একসাথে বসে ইফতারী করার দৃশ্য যে কারও হৃদয়ে পবিত্রতার আবেশ ছড়িয়ে দেয়।
কিন্তু এ বছর করোনা প্রকোপের কারণে এসব কিছুই হবে না সেখানে। হারামাইন শরীফাইনের কর্তৃপক্ষ কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন মসজিদে হারামে এবং মসজিদে নববীতে সাধারণদের প্রবেশের বিষয়ে। সম্মিলিত কোন ইফতার আয়োজনও হবে না পবিত্র এই দুই মসজিদে। তবে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণদের বাড়িতে ইফতারীর প্যাকেট পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রধান ইমাম শায়খ সুদাইস।
তবে সৌদি আরব কর্তৃপক্ষ করোনার কারণে ওমরা পালন নিষিদ্ধ করে রেখেছে অনেক আগ থেকেই। সে নিষেধাজ্ঞা রমজানেও বলবৎ থাকবে।
কেবল সৌদি আরবই নয়। পবিত্র রমযান উপলক্ষে মুসলিম দেশগুলো এক অপরুপ সাজে সজ্জিত হয়। তাকওয়া ও আত্মশুদ্ধির মাস বলে বিবেচিত এই মাসটিতে মুসলমানরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ন একটি অবস্থানে থাকেন। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে প্রতিটি দেশই এবার সকল ধরণের গণজমায়েত থেকে বিরত থাকবে। সীমিত পরিষরে নামাজ ও জামাত অনুষ্ঠিত হবে মসজিদগুলোতে। তারাবীর নামাজেও থাকবে সীমিত আয়োজন।
সবমিলিয়ে এক নিরানন্দ রমযান পালিত হবে এবার বিশ্বজুড়ে।
অপরদিকে বাংলাদেশে পবিত্র রমযানের চাঁদ দেখা বিষয়ে এখনও কোন সংবাদ পাওয়া যায়নি। ইসলামী ফাউন্ডেশনের হিসেব অনুসারে বাংলাদেশে আজ শা'বান মাসের ২৮ তারিখ গননা হচ্ছে। তাই আজকে চাঁদ দেখে কাল থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে প্রতি বছরের ধারাবাহিকতায় আগামী কাল ২৯ শা'বান বাংলাদেশে চাঁদ দেখা যেতে পারে। যদিও এ বছরের শা'বান ও রমযান নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কিছুটা অমিল দেখা যাচ্ছে।
আজ বাংলাদেশে শা'বান মাসের ২৮ তারিখ। অপরদিকে আজ সৌদি আরবে শা'বান মাসের ৩০ তারিখ। বাংলাদেশে যদি কাল চাঁদ দেখা যায় তাহলে সৌদির একদিন পর রোজা ঠিক থাকলেও যে বিষয়টি নিয়ে সমস্যা হবে তা হলো এ বছর সৈদিতে শা'বান মাস হবে ৩০ দিনে এবং বাংলাদেশে হবে ২৯ দিনে। অপরদিকে যদি আগামী কাল বাংলাদেশে চাঁদ না দেখা যায় তাহলে সৌদি আরবের দু'দিন পর শুরু হবে বাংলাদেশের রোজা। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রনালয়ের যে কোন সিদ্ধান্ত কাল জানা যাবে।
আরআর/পাবলিক ভয়েস