
সম্প্রতি একটি দাতব্য সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পরবর্তীতে ওই ব্যক্তির করোনা পজিটিভ রেজাল্ট আসে। এর পরই আইসোলেশনে গেছেন পাক প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ড সারছেন। ইতোমধ্যে ইমরানের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন তিনি।
তবে পাকিস্তানের কিছু গণমাধ্যম দাবি করেছে, প্রধানমন্ত্রীর টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। দুবাইআই ডটকম নামের একটি গণমাধ্যম বলছে, সৈকত খানম ক্যান্সার মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা ইমরান খানের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন এবং ফলাফল নেগেটিভ আসে।
খাইবার নিউজ ডটটিভি নামের একটি গণমাধ্যম একই দাবি করে বলেছে, প্রধানমন্ত্রী ইমরান খানের কোডিভ-১৯ রেজাল্ট নেগেটিভ এসেছে।
তবে পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র ড. ফয়সাল সুলতানের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন বলছে, প্রধানমন্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর নমুনা নেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে ফলাফল জানাব।
অবশ্য ডনের প্রতিবেদনও বলছে, এর আগেই দেশটির কিছু গণমাধ্যমে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রীর ফলাফল নেগেটিভ এসেছে।
এ পর্যন্ত পাকিস্তানে সংক্রমণের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। মারা গেছে দুই শতাধিক লোক।
খবরে বলা হয়েছে, দাতব্য সংস্থার ওই ব্যক্তির সঙ্গে দেখা করার পর ইমরান খান নিজেও মন্ত্রিসভার নানা বৈঠকে অংশ নিয়েছেন।
এমএম/পাবলিকভয়েস