অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর মসজিদে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে সরকারী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শায়খ জাকারিয়া ইসলামীক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও বাংলাদেশের প্রধান মুফতীদের অন্যতম মুফতী মিজানুর রহমান সাঈদ।
আসন্ন রমজান মাস উপলক্ষে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে নিজ ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, 'প্রত্যাশাপুর্ন সুসংবাদ - আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। তারাবী, জুমা, জামাতের জন্য মসজিদ গুলো সীমিত আকারে বাধা মুক্ত করার ব্যাপারে উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসল্লীদের আশা আকাঙ্খার প্রতিফলন অনুযায়ী আগামী কালের (২২ এপ্রিল) মধ্যেই একটি ঐতিহাসিক সরকারী ঘোষণা প্রত্যাশা করছি।
আসুন সকলেই মহান রাব্বে কারিমের দরবারে দুই রাকাত সালাতুত তাওবা পড়ে দুআ ও ইস্তিগফার করতে থাকি । করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের জন্য চোখের পানি ছেড়ে রাহমানুর রহিম এর নিকট আত্মসমর্পণ করি। মসজিদে নামাজ তারাবী আদায় করে কুরআনের মাস, মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত অর্জনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ্ আমাদের সকল কে তাওফীক দিন। আমীন।
সংশ্লিষ্ট খবর:
তারাবীহ: মুফতী মিজানুর রহমান এর বিশেষ প্রস্তাবনা ও জরুরি পরামর্শ
মসজিদে নামাজ বিষয়ে সরকারকে আলেমদের সর্বসম্মত ৪ পরামর্শ
মসজিদ ও জামাত নিয়ে আল্লামা মিজানুর রহমান সাঈদ এর লিখিত বক্তব্য
বাংলাদেশে তারাবী নামাজ : তিন আলেমের মতামত-প্রস্তাবনা
ধর্ম মন্ত্রনালয় থেকে প্রকাশিত সিদ্ধান্ত সম্পর্কে আলেমদের মতামত পড়ুন
মসজিদ খোলা রাখার আহবান জানিয়ে ১৫ আলেম এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিটি পড়ুন
মসজিদ উন্মুক্ত’র বিবৃতি দেওয়া ১৫ আলেমকে ডাকা হয়নি ইফা’র মিটিংয়ে
মসজিদে জামাত বিষয়ে ১৫ আলেমের বিবৃতিকে সমর্থন জানালেন আরও ৭০ আলেম
ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত সিদ্ধান্ত সম্পর্কে আল্লামা শফীর মতামত পড়ুন