কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ও বরগুনাতে করোনা ভাইরাসে অসুস্থ্য রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিশ্চিত করার জন্য সুইচকন্টাক্ট আস্থা প্রকল্প এর আয়োজনে ২'শত ৫০জন স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি প্যারামেডিকদের মাঝে পিপিই বিতরণ করেন।
স্বাস্থ সেবা নিশ্চিত করতে সুইচকন্টাক্ট আস্থা প্রকল্প এর আয়োজনে ১৯ ও ২০ এপ্রিল সোমবার থেকে পিপিই বিতরন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন সুইচকন্টাক্ট আস্থা প্রকল্প মানুষের পাশে সব সময় থাকে তারই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি এ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কমিউনিটি প্যারামেডিকদের স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পিপিই প্রদান করা হয়। পটুয়াখালী সিভিল সার্জন ডা: মো:জাহাঙ্গির আলম,ডা: রেজাউর রহমান,ডা:নেছার উদ্দিন এবং বরগুনা জেলার সিভিল সার্জন ডা: মো: হুমায়ুন শাহিন খান এর কাছে এ পিপিই প্রদান করেন এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করেন। এসব উদ্যোগকে স্বাস্থ্যকর্মীরা ও কমিউনিটি প্যারামেডিকরা সাধুবাদ জানায় এবং তারা এ পিপিই পরে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন।
এমএম/পাবলিকভয়েস