পাবলিক ভয়েস, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে শহরের বিভিন্ন এলাকায় জীবণুনাশক স্প্রে করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা টিম।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২ট পর্যন্ত নগরীরর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার জেলা টিমের উদ্যোগে করোনা নিরোধক এ কার্যক্রম পরিচালিত হয়।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওঃ এহসান জাকারিয়ার নেতৃত্বে মঙ্গলবার সকাল থেক শহরের বিভিন্ন মসজিদ, মন্দির, হাসপাতাল, সেন্টাল রোড, শাহমোস্তফা রোড, পশ্চিমবাজার, চৌমুহনা ও কুসুমভাগ এলাকাসহ পুরো শহরে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় সদর টিম প্রধান এডভোকেট ফজলে এলাহী সেলিম, রাজনগর টিম প্রধান মাওঃ নুমান আহমদ, সদর টিম প্রধান সহকারী সাব্বির আহমদ, মাওঃ আব্দুস সামাদ মামুন,মাওঃ শাহনেওয়াজ, হাঃ আশরাফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় স্পেকারী টিম মৌলভীবাজার সদর হাসপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে স্বাগত জানান, এবং জেলা টিম প্রধানকে করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করান।
এছাড়াও টিম প্রধান মাওঃ এহসান জাকারিয়া জানান, মৌলভীবাজার মডেল থানা পুলিশ সর্বাত্মক সহযোগীতা করেছেন এবং ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর কার্যক্রম ও সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
/এসএস