নদীতে ভাসছে টিসিবির ন্যায্য মূল্যের তেলের বোতল। এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছে ধরা পড়ার আশঙ্কায় তেল চোররা খালি বোতল নদীতে ফেলে দিয়ছে। ঘটনাটি নড়াইলের।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক এবং পরে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করা হয়।
ধারনা করা হচ্ছে, আটক ও জেল-জরিমানার ভয়ে অবৈধভাবে ক্রয় করা কোনো ব্যবসায়ী টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের ক্যান থেকে তেল বের করে ড্রামে রেখে খালি বোতল পানিতে ফেলে দিয়েছে। শনিবার রাতের আঁধারে শহরের রূপগঞ্জ খেয়াঘাটের কয়েকজন ডিঙ্গি নৌকার মাঝি এসব বোতল দেখতে পেয়ে উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।
নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এভাবে কাওকে ধরা বেশ কঠিন। তবে আমরা আরও বেশি সতর্ক হব।
এমএম/পাবলিকভয়েস