
কুষ্টিয়ায় পিকআপচাপায় প্রাণ গেলো জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল (৩৫) এর। সোমবার রাত ৮টার দিকে শহরের কানাবিল মোড়ে মোটরসাইকেল আরোহী ইব্রাহিমকে একটি পিকআপ এসে চাপা দিলে ঘনটস্থালেই তার মৃত্যু হয়।
ইব্রাহিম খলিল (৩৫) মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেনের নিরাপত্তারক্ষী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসংলগ্ন কানাবিল মোড়ে একটি পিকআপভ্যান ওই মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম হোসেন ছিটকে পড়েন এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাদএশা কুষ্টিয়া পুলিশলাইনস মাঠে মরহুমের অনুষ্ঠিত জানাজা হয়। পরে নিহতের মরদেহ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের বাড়িতে নেয়া হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘাতক চালক ও পিকআপটিকে আটকের চেষ্টা চলছে।
/এসএস