একটি মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী করোনার ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ব্যবস্থা গ্রহণের সময় ১৮ জনকে হত্যা করেছে।খবর: ডেইলি পাকিস্তান ।
বিবিসির তথ্য অনুসারে, জাতীয় মানবাধিকার কমিশন দাবিনুযায়ী নাইজেরিয়ায় ৩০ শে মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা বাহিনী, লকডাউন লঙ্ঘনকারী ১৮ জনকে গুলি করে হত্যা করেছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়রা এ বিষয় ছবি বা ভিডিও ধারণ করেছিল, অথচ নাইজিরিয়াতে ১ এপ্রিল পর্যন্ত করোনায় মাত্র ১২ জন মারা গিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলির একটি প্রতিবেদনে বলা হয়, লকডাউন চলাকালীন নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হওয়া লোকের সংখ্যা করোনায় মারা যাওয়া লোকের তুলনায় বেশি। অন্যদিকে, নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র বলেন, কমিশন রিপোর্টে নিহতদের নাম ও ঠিকানা রাখা হয়নি। তবে নিহতদের বিবরণ সরবরাহ করা হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/পাবলিকভয়েস