পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদ নির্বাচন আ.লীগের অতীত গৌরব ম্লান করে দিয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটি আ.লীগ। তাদের একটা উজ্জ্বল অতীত রয়েছে, সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অতীত। কিন্তু এই নির্বাচনের ফলে আ.লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।
ফখরুল আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে তা হচ্ছে কোনো ভাবেই যাতে হতাশার ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা।