ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এবং করোনাভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ৫ শ ছাড়িয়ে গেছে।
আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৫,৭১২ জন এবং করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫০৭ জনে।
ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হলো মহারাষ্ট্র। যেখানে এখন পর্যনবত ৩,৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২১১ জন মৃতুবরণ করেছেন। এছাড়াও মুম্বাইয়ের নৌ-ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর ২৬ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে রাজধানী নয়াদিল্লিতে করোনাভাইরাসের কারণে একজন ১ মাস বয়সী বাচ্চার মৃত্যু হয়েছে। ১৪ ই এপ্রিল তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ১৬ ই এপ্রিল সে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে দেশে করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে ব্যবস্থার অংশ হিসাবে লকডাউন কঠোরভাবে কার্যকর করা হবে।
আরআর/পাবলিক ভয়েস