রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তায় চলা বেপরোয়া যানের বিরুদ্ধে এবার রাতেও অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ।
এতোদিন ভোর সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই শিফটে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে আসছিল। প্রয়োজনে দ্বিতীয় শিফটের ট্রাফিক পুলিশের সদস্যরা রাত আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালন করতেন। এরপর থেকে ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের কোথাও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল না। কিন্তু, চালকরা আইন-কানুনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে রাতের ফাঁকা সড়কেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। এগুলো প্রতিরোধেই এবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট শিফট চালু করেছে। ফলে এখন ২৪ ঘণ্টাই ট্রাফিক নজরদারির আওতায় থাকবে রাজধানী।
ঢাকার ব্যস্ততম সিগন্যাল এলাকাগুলোতে পুলিশের এই তৎপরতা চলবে নিয়মিত বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত যাতে রাজধানীর সড়কগুলোতে দূরপাল্লার পরিবহন, মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন সু-শৃঙ্খলভাবে চলাচল করতে পারে, সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ ২৫টি সিগন্যাল ও মোড়ে রাতভর (ফুল নাইট) দায়িত্ব পালনে থাকছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এরইমধ্যে ২৫ টি সিগন্যালের মধ্যে ট্রাফিক উত্তর বিভাগের ৪টি, দক্ষিণ বিভাগের ১০টি, পূর্ব বিভাগের সাতটি এবং পশ্চিম বিভাগে চারটি পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা পুরো রাত দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম গণমাধ্যমকে বলেন, ট্রাফিক নাইট শিফট আগেও ছিল। তবে সম্প্রতি আমরা রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে সেসব স্থানে এ ব্যবস্থা চালু করেছি।