মুসলমানদের পবিত্রতম স্থান বলে বিবেচিত পূর্ব জেরুজালেমের 'বায়তুল আকসা' বা মসজিদুল আকসা এ বছরের রমজানে ইবাদাতের জন্য খোলা হবে না। ইতিহাসে প্রথামবারের মত পুরো রমজান বায়তুল আকসা বন্ধ থাকবে।
জেরুজালেমের ধর্মীয় বিষয়গুলো দেখাশোনা করা মুসলিম ও খ্রিস্টান সংস্থাগুলোর যৌথ পরামর্শে ও বর্তমান করোনাভাইরাসে 'মসজিদ বন্ধ রাখার' ইসলামি সিদ্ধান্ত এবং ডাক্তার ও করোনা বিষয়ে অভিজ্ঞদের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ব মিডিয়া কোম্পানী আনাদুলু এজেন্সি।
তারা গত ২২ শে মার্চ ঘোষণা করেছিল যে করোনভাইরাসের কারণে আল-আকসায় নামাজ স্থগিত করা হয়েছে। তবে ধারণা করা হয়েছিলো পবিত্র রমজানে এই মসজিদ খুলে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত রমজানেও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন তারা।
আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অপরদিকে ইহুদীরা এটিকে 'টেম্পল মাউন্ট' বলে দাবি করে। তারা বলেন, এটি প্রাচীন যুগে দুটি ইহুদি মন্দিরের জায়গা ছিলো। যা নিয়ে মুসলমানদের ও ইহুদীদের মধ্যে দীর্ঘ লড়াই চলছে।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল জোরপূর্বকভাবে পূর্ব জেরুসালেম দখল করেছিল, যেখানে আল-আকসা অবস্থিত। এরপর ১৯৮০ সালে তারা পুরো জেরুজালেম শহর দখল করার এমন এতটি পদক্ষেপ গ্রহণ করে যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনই স্বীকৃতি দেয়নি।।
এখন পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে কমপক্ষে ৮১ টি করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ১২,৯৯১ এ পৌঁছেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী ২.১ মিলিয়নেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন, মৃতের সংখ্যা ১৪০,০০০ ছাড়িয়েছে। ৫৩২,৮০০ জনেরও বেশি লোক সুস্থ হয়েছেন। সূত্র : আনাদুলু
এইচআরআর/পাবলিক ভয়েস