বিশ্বের যেকোন দেশে কর্মরত কোনো প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে সরকার তাঁর পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দিবে।
এ ছাড়া করোনাভাইরাস পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে আসলে তাঁকে পাঁচ থেকে সাত লাখ টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হবে।
আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।