মিজানুর রহমান, মনপুরা থেকে- জেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপি সদস্যের নাম আঃ রব পাটোয়ারী। তিনি ২ নং হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার।
জানা যায়, ত্রাণের চাল চুরি করে ওই ইউপি সদস্য কাউছার নামের এক ব্যাবসায়ীর বসতঘরে রেখেছিলো। সেখান থেকে ১২ বস্তা সরকারী ত্রাণের চাল উদ্ধার করেছে মনপুরা উপজেলা প্রশাসন। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মূল আসামী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় মনপুরা উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার ব্যবসায়ী কাউছার এর বসতঘরে অভিযান চালিয়ে এই ত্রাণের চাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মুহা. কাউছার (২৮), মোঃ হারুন (৪২,) আলী আজগর (৫৩)। এরা সবাই ২নং হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিনের বাসিন্দা
আটককৃত কাওছার জানান, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার আঃ রব পাটোয়ারী তার কাছে সরকারী চাউল বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছারের বসতবাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ৪ জনকে অসামী করে মামলা দায়ের করা হয়। ৩ জনকে আটক করা রয়েছে। মূল আসামী ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছে, তবে তাকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরআর/পাবলিক ভয়েস