চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাওয়া ত্রাণের সুষম বন্টন নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের সহযোগিতা নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ ইবরাহীম।
হাজী ইবরাহীম জানিয়েছেন বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে কেউ যেন গরিবের চাউল আত্মসাৎ করার সুযোগ না পায় সেজন্য তিনি ওয়ার্ডের সমাজভিত্তিক মসজিদ ও মন্দিরগুলোর ধর্মীয় নেতাদের মাধ্যমে যথাযথ পক্রিয়ায় গরিব অসহায় ও মুক্তিযুদ্ধা পরিবারের নিকট ত্রাণ পৌছে দিবেন।
ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইবরাহিম তার ব্যক্তিগত ফেইজবুকে বিষয়টি জানার। তার লেখাটি নিম্নে হুবহু তুলে ধরা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৬৭ নং ওয়ার্ড বাসীর জন্যে কিছু উপহার সামগ্রী(চাল)এসে পৌঁছেছে।
ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ৬৭নং ওয়ার্ডের প্রত্যেকটি সমাজ ভিত্তিক মসজিদ এবং মন্দির গুলোতে ভাগ করে সেই উপহার সামগ্রী গুলো পৌঁছে দিবো।
এবং এগুলো সাধারন জনগনের নিকট সঠিক ভাবে সুষম বন্টন করে দেওয়ার জন্যে একটি কমিটি করে দিবো, এবং সেই কমিটির সমন্বয়ক থাকবে মসজিদ এর সম্মানিত ইমাম সাহেব।
বিঃদ্রঃ ওয়ার্ডে অবস্থিত যে সমস্ত সম্মানিত মুক্তিযোদ্ধা পরিবাররা [যারা কিছুটা অসহায় এমন] রয়েছেন ইনশাআল্লাহ আমরা তাদের ঘরেও এ উপহার সামগ্রী পৌঁছে দিবো।
এবি/এইচআরআর/পাবলিক ভয়েস