করোনাভাইরাস সংক্রমণ রোধে বান্দরবানের সাতটি উপজেলার ৪১৭টি বৌদ্ধ বিহারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ রোবরাব (১২ এপ্রিল) থেকে এ লকডাউন পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গেছে।
মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের বৈ সা বি উৎসব থেকে যাতে ভাইরাসের সংক্রমণ না ঘটতে পারে তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈলা।
প্রত্যেক এলাকাই মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে উৎসব শেষ না হওয়া পর্যন্ত সপ্তাহ ধরে এই লকডাউন চলবে। এসময়ে বিহারগুলোতে বৌদ্ধ ভিক্ষুদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। একই সাথে পাহাড়ের বর্ষবরণ উৎসব খ্যাত বৈসাবি উৎসব সম্পূর্ণরুপে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে বান্দরবান শহরে প্রবেশের প্রধান দুটি সড়ক বন্ধ করে দেওয়া হলেও বান্দরবানের বাজারগুলোতে কেউ সামাজিক দূরত্ব মানছেন না। রবিবার বান্দরবান শহরের প্রধান বাজার ও মধ্যমপাড়ার মারমা বাজার ও মাছ বাজারে লোকসমাগম দেখা গেছে। সামাজিক দূরত্ব না মেনে ক্রেতা-বিক্রেতারা পণ্য বিক্রি করছে। এদিকে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে বান্দরবানে ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত জেলা থেকে ৮৩ জনের নমুনা চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে ৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের ফলাফল এখনো পাওয়া যায়নি বলে সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা জানিয়েছেন।
আজ রোববার (১২ এপ্রিল) আইইডিসিআরের তথ্য অনুসারে বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সব মিলিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২১ জনে। এবং মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।
প্রসঙ্গত : গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথমে ধরা পরে। এরপর ধিরে ধিরে তা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রায় ২০০ টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
করোনাভারাসের নিয়মিত আপডেট প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত সর্বশেষ তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজার ৪২৪ জনে দাড়িয়েছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৩০ জনে। যা প্রতিমূহুর্তে বেড়েই চলছে। একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৪ লক্ষ ১২ হাজার ১০২ জন।
জেএইচ/পাবলিক ভয়েস