
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ফের সরকারি চাল উদ্ধার করেছে পুুলিশ। রোববার সকালে ৯৯৯ এ ফোন পেয়ে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েলের বসত ঘরের মাটি খুঁড়ে চালের বস্তা উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইন থেকে ফোন আসে যে, বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জুয়েলের ঘরের মাটির নিচে সরকারি চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই।
এ সময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সাথে ওই ঘর থেকে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায়।
উল্লেখ্য, গতকাল (শনিবার) একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমরের এলাকার বিভিন্ন বাড়িতে ও স-মিলের লুকিয়ে রাখা আরো ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামী করে মামলা হয়। ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে তাকে জেল হাজতে পাঠায় আদালত।
/এসএস