জামালপুরে ত্রাণের ট্রাক আটকিয়ে যার যার মত করে ত্রাণ নিয়ে গেছে ত্রাণ না পাওয়া কর্মহীন হতদরিদ্র মানুষরা। দুপুরে জামালপুর পৌরসভার মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর যমুনা টিভির।
জানা যায়, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬শ’ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬শ’ প্যাকেট আলু নিয়ে সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়া বাজার এলাকায় যাচ্ছিলো।
এ সময় মুকন্দবাড়ি এলাকায় ত্রাণ না পাওয়া কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষরা ট্রাক আটকিয়ে চাল ও আলু লুট শুরু করে। পরে ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।
ত্রাণ বঞ্চিতরা বলেন, বিভিন্ন জায়গায় বার বার ধর্না দিয়েও এখন পর্যন্ত তারা কোনও ত্রাণ পায়নি। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও করেন তারা। এ বিষয়ে পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণির মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
জামালপুরে চোরের খনি: ব্যবসায়ী ও নেতাদের গুদাম থেকে উদ্ধার ৩৮৯ বস্তা!
জামালপুরে আরো দুই আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৩২৬ বস্তা উদ্ধার
ওয়াইপি/আরআর/পাবলিক ভয়েস