
মিলাদ হোসেন শুভ, ছাতক, সুনামগঞ্জ: ছাতকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরত বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার উপজেলার কালারুকা ইউনিয়নের মুজিবুর রহমান এবং একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের আলী নুর ও আলী আকবরের বাড়ি লকডাউন করেছে ছাতক থানা পুলিশ।
জানা যায়, বাংলাদেশে মহামারী সংক্রামক ব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঢাকা ও নারায়ণগঞ্জে বেশি। ঢাকার বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ ইতোমধ্যে লকডাউনে চলে গেছে। এরমধ্যে কেউ নারায়ণগঞ্জ কিংবা ঢাকা থেকে গ্রামে ফিরলে ঝুঁকি বিবেচনা করছে স্থানীয় প্রশাসন।
তাই এ রোগের সংক্রমণ থামাতে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য এদের শনাক্ত করে বাড়িতে লাল পতাকা টাঙানোরও নির্দেশনা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত সকলের বাড়ি শনাক্ত করে লকডাউন করে দেওয়া হবে। যাতে তারা বাধ্যতামূলকভাবে ১৪দিন সঙ্গনিরোধ থাকতে পারেন।
/এসএস