
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হবার পর তুরস্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৩ বছর বয়সী আলয়ি গুন্দুজ। দশ দিনের চিকিৎসা শেষে গতকাল শুক্রবার তিনি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তার সুস্থতায় আশার আলো দেখছেন তুর্কি চিকিৎসকরা। খবর আল-জাজিরা।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে প্রাদুর্ভাবের পর থেকে করোনাভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। মৃতদের অধিকাংশই বৃদ্ধ। বিভিন্ন গবেষণাতেও প্রমাণ হয়েছে, কম বয়সীদের তুলনায় বৃদ্ধরাই এই ভাইরাসের কারণে বেশি মৃত্যুঝুঁকিতে। কিন্তু তা ভুল প্রমাণ করে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হলেন আলয়ি গুন্দুজ।
ইস্তাম্বুলের ক্যারাহপাসা মেডিকেল ফ্যাকালটি হাসপাতালের প্রধান চিকিৎসক জেকায়ি কুতলুবায় বলেন, করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে আছেন বৃদ্ধরা। তাই ৯৩ বছরের একজন মানুষ এর থেকে সেরে উঠতে পারবেন তা আমাদের কল্পনারও বাইরে ছিল। এই ঘটনা আমাদের মধ্যে অনেক আশার সঞ্চার করেছে। নতুন উদ্দীপনা নিয়ে আমরা আগামী দিনগুলোতে কাজ করতে পারবো।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় এক সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে আলয়ি গুন্দুজ বলেন, আমি চাই, সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক।
তুরস্কে এখন পর্যন্ত ৪৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে এক হাজার ছয় জনের।
এমএম/পাবলিকভয়েস