নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন ও কিছু দক্ষ চিকিৎসক পাঠানোর জন্য হাতজোড় করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শনিবার রাতে একটি বেসরকারি টিভির সম্পাদকীয় অনুষ্ঠানের মাধ্যমে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই অনুরোধ করেন।
এসময় তিনি বলেন, আমি খুব অসহায় বোধ করে হাতজোড় করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করছি, নারায়ণগঞ্জে মানুষরা যেনো এখানেই পরীক্ষার করাতে পারে, সে জন্য ল্যাব স্থাপন করুন। যেহেতু নারায়ণগঞ্জে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ছে। এই মুহুর্তে পরীক্ষার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও জনমানুষে উদ্দেশ্য আওমালীগের এই নেতা বলেন, এ মৃত্যু আপনারা নিজেরা ডেকে আনবেন না। যে মৃত্যুতে সন্তান বাবার লাশ ধরতে পারে না।
এসময় কান্না জড়িত কণ্ঠে শামীম ওসমান বলেন, এ মৃত্যু ডেকে আনবেন না, যে মৃত্যুর পর মার জানাজা সন্তান দিতে পারে না। এই বাহাদুরি দেখায়েন নাই। দয়া করে ঘরে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আপনারা ঘরে থাকুন শুধু, তাহলে আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হবো।
নারায়ণগঞ্জের একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় নারায়ণগঞ্জের প্রশাসন চেষ্টা করেছে মানুষ যেনো ঘরে থাকে, কিন্ত প্রথম দিকে সেটা সফল হয়নি। পরে লকডাউন ঘোষণা করার পরে আমার কাছে স্বেচ্ছা সেবক চাওয়া হয়, আমি স্বেচ্ছা সেবক দিয়েছি। এখন আমরা সবাই নারায়ণগঞ্জ-বাসীকে বোঝাতে পেয়েছি যে ঘরে থাকাই আপনাদের জন্য নিরাপদ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জনের পুরো মেডিকেল টিম অক্লান্ত পরিশ্রম করেছে। তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এমএম/পাবলিকভয়েস