এম.এস আরমান, নোয়াখালী: বিশ্বের এই মহামারী করোনাভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকারের দেয়া নির্দেশনা মানার লক্ষে প্রত্যেক জেলায় জেলায় থানায় থানায় প্রশাসনিকভাবে বার বার সতর্ক করার পরও বিভিন্ন অঞ্চলে দেখা যায় অনিয়ম ও হেয়ালিপনা, তাই জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় প্রশাসনও হার্ডলাইনে যাচ্ছে প্রতিনিয়ত।
দেশের এই সংকটময় সময়েও নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ইটভাটায় শ্রমিক জড়ো করে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে একটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল (১০ এপ্রিল) শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিরাজপুর ইউনিয়নে বিরাহিমপুর মোহাম্মদিয়া ব্রিকফিল্ডকে নোভেল করোনা সংক্রমনের সরকারি আদেশ অমান্য করে বিপুল সংখ্যক শ্রমিক জড়ো করে কাজ করায় ও ইটভাটা লাইসেন্স প্রদর্শনে অপারগতা প্রকাশ করায় এ দণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে সংক্রামণ রোগ ছড়াতে পারে জেনেও জীবন বিপন্ন এবং ইহার দ্বারা ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন দন্ড বিধি অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা ও কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশন।
/এসএস