
করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি হতে যাচ্ছে। করোনা বিপর্যয় ঠেকাতে চতুর্থবারের মতো ছুটি বাড়তে চলেছে। আজ শুক্রবার গণমাধ্যমকে এমন আভাস দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন সূত্র।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করার কথা বিবেচনা করছে সরকার। মন্ত্রীসভার বৈঠকে বিষয়টা চূড়ান্ত হবে। ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি হলে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সেটাও যোগ হবে এই ছুটির সাথে।
অফিস আদালতের পাশাপাশি গাড়ী চলাচলের ক্ষেত্রে এই ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছে বিশেষ ওই সূত্রটি।
এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। সেটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।
ছুটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।
এ দিকে গত রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামি সপ্তাহে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এমনিতেই সরকারি ছুটি। এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বৈশাখের আনুষ্ঠানিকতা বাতিলের চিঠি ইস্যু করেছে।
এদিকে আজ শুক্রবার বিগত ২৪ ঘন্টা দেশে ৬ জনের মৃত্যু এবং ৯৪ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে এ তথ্য দিয়েছেন আইইডিসিআর এর মহাপরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
সংশ্লিষ্ট খবর: শুক্রবার: নতুন সংক্রমণ ৯৪, মৃত্যু ৬
/এসএস