
করোনাভাইরাসে বৃহস্পতিবার বাংলাদেশে আরো ১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। এছাড়া গত ২৪ ঘন্টা দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১১২ জন।
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে এবং মৃতের সংখ্যা ২১ জন।
বৃহস্পতিবার দুপুরে (আড়াইটায়) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক প্রতিদিনের সংবাদ বুলেটিনের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এসময় বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২হাজার বেডের আইসোলেশন ইউনিট করা হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যেই তা প্রস্তুত হয়ে যাবে।
পরে সংবাদ ব্রিফিংয়ে আসেন আইইডিসিআর এর মহাপরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৪৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নেওয়া হয়েছে। মোট কোয়ারেন্টাইনে আছেন ১০৭৮৭ জন।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজারেরও বেশি (পৌনে ৩টা পর্যন্ত)। মারা গেছেন ৮৮ ৫০৫ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
এসএস/পাবলিক ভয়েস