
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। তাদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৯৯ হাজার ৬২৯ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৭৯ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে তিন লাখ ৩০ হাজার ৩৯২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছেন ৭৭ হাজারের বেশি মানুষ। স্পেনে ৪৮ হাজার ২১, ইরানে ২৯ হাজার ৮১২, ইতালিতে ২৬ হাজার ৪৯১, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৮৯১ এবং ফ্রান্সে ২১ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া সুইজারল্যান্ডে ৯ হাজার ৮০০ জন, দক্ষিণ কোরিয়ায় ছয় হাজার ৯৭৩, বেলজিয়ামে চার হাজার ৮৮১, কানাডায় চার হাজার ৫৪৮, অস্ট্রিয়ায় চার হাজার ৫১২, তুরস্কে এক হাজার ৮৪৬ ও মালয়েশিয়ায় এক হাজার ৪৮৭ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ৮৮ হাজার ৪৯৫ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমএম/পাবলিকভয়েস