
সাজ্জাদুল তুহিন, নওগাঁ: করোনাভাইরাস সংক্রমণ রোধে নওগাঁর মান্দায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ সঙ্গরোধে সাধারণ মানুষদের সচেতন করছে ছাত্রদল।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের দলীয় কার্যালয় সামনে থেকে এই কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা।
এ সময় কাঁচা বাজার মুদি পট্টি মাছ বাজার চলাচলরত যানবাহন সহ আশপাশের বাড়ি ও দোকানে জীবাণুনাশক স্প্রে ছিটান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এতে অংশ নেন যুগ্ন সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ছাত্রদল ও মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শহিদুজ্জামান সালেক,সহ অর্থ বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা ছাত্রদল আকিব জাওয়াদ চৌধুরী, জেলা ছাত্রদল সদস্য সোহেল তানভীর, সাবেক যুগ্ম সম্পাদক মান্দা উপজেলা ছাত্রদল জাহাঙ্গীর আলম, আমিনুল হক, খায়রুল ইসলাম, হাফিজুর রহমান প্রিন্স, আক্তারুজ্জামান নাইম, অর্নব চৌধুরী প্রমুখ।
/এসএস