নভেল করোনাভাইরাসের আক্রমণে স্তব্ধ পুরো বিশ্ব। মৃত্যুর মিছিল যেনো থামতেই চাইছে না। যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে মরদেহ সংরক্ষণে মর্গেও জায়গা পাওয়া যাচ্ছে না। এ নিয়ে বিপাকে পড়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক। সেখানকার মর্গগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। অন্যান্য রাজ্যের মর্গেও একই অবস্থা।
মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত শনিবার থেকে রোববার মাত্র একদিনেই এক হাজার ১৩৭ জন মানুষ করোনসভাইরাসের সংক্রমণে মারা গেছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে নয় হাজার ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৬২৪ জন মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। সেখানকার কয়েকটি মর্গে জায়গা ফুরিয়ে গেছে। মৃতদেহের জন্য মর্গে জায়গা খুঁজে বের করতে বিপাকে পড়তে হচ্ছে প্রশাসনকে।
সমস্যা সমাধানে মার্কিন বাহিনীর ৮৫টি রেফ্রিজারেটেড ট্রাকে মরদেহ রাখার নির্দেশনা এসেছে প্রশাসনের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই ট্রাকগুলো নির্ধারিত স্থানে পাঠাবে মার্কিন সেনাবাহিনী।
এমএম/পাবলিকভয়েস