বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী আজসহ গত তিনদিনের যথাক্রম আক্রান্তের সংখ্যা ৯-১৮-২৯ জন। মৃত্যুসংখ্যা যথাক্রমে ২-১-৪ জন।
আইইডিসিআরের তথ্য অনুসারে আক্রান্তদের মধ্যে ৮৮ জনের এলাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। নতুন আক্রান্ত ২৯ জনের তথ্য এখনও প্রকাশ করেনি তারা।
৮৮ জনের মধ্যে রাজধানী ঢাকাতেই ৫২। এর মধ্যে ঢাকা জেলার ৫৪ জনের আক্রান্তের খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। বাকি ৩৪ জন সংক্রমিত হয়েছেন অন্য ১০ জেলায়।
সবমিলিয়ে ১১ জেলায় আক্রান্তের তালিকাটা যথাক্রমে ঢাকায় ৫৪, মাদারীপুরে ১১, নারায়ণগঞ্জে ১১, গাইবান্ধায় ৫ জন। এছাড়া একজন করে রয়েছেন কুমিল্লা, গাজীপুর, চুয়াডাঙ্গা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রামের।
রাজধানীর ৫২ জন শনাক্ত হয়েছেন ২৯ স্থানে। তার মধ্যে বাসাবোয় ৯, মিরপুরের টোলারবাগে ৬, পুরান ঢাকার শোয়ারিঘাটে ৩, বসুন্ধরায় ২, ধানমণ্ডিতে ২, যাত্রাবাড়ীতে ২, মিরপুর ১০-এ ২, মোহাম্মদপুরে ২, শাহ আলী বাগে ২, উত্তরায় ২ জন রয়েছেন।
একজন করে আক্রান্ত হয়েছেন সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, ইস্কাটন, গুলশান, গ্রীণরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, ওয়ারী, উর্দু রোড, শাহবাগ, রামপুরা, নিকুঞ্জ, মহাখালী, মগবাজার, লালবাগ ও মিরপুর-১১ তে।
আইইডিসিআর অফিসিয়াল ঘোষণায় জানিয়েছে, বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মৃত্যুসখ্যা ২৯।
প্রসঙ্গত : গত ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা যাওয়ার পর থেকে করোনাভাইরাস কমপক্ষে ১৮৩ টি দেশ এবং অঞ্চলগুলিতে ছড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা 1.2 মিলিয়নেরও (১২ লাখ) বেশি হয়েছে। ভাইরাস সংক্রমণের পরে মৃত্যু হয়েছে ৬৯,৪৭৯ জনেরও বেশি লোকের। এবং সুস্থ হয়ে ফিরেছেন ২,৫২,০০০ এরও বেশি লোক।
করোনা বিষয়ে সকল সংবাদ পড়তে ক্লিক করুন
এমএম/এইচআরআর/পাবলিকভয়েস