গতকাল ৫ এপ্রিল রবিবার কুমিল্লা জেলার দাউদকান্দির অন্তর্গত চক্রতলা গ্রামে করোনা সন্দেহে একজনের মৃত্যু ঘটে। কেউ দাফন কাফনে এগিয়ে না এলে কওমী মাদরাসায় পড়ুয়া কয়েকজন তরুণ আলেম প্রানপনে এগিয়ে আসেন। তারা পিপিই মাস্ক পরে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে মৃতব্যক্তির গোসল ও দাফন কাফন সম্পন্ন করেন।
আরও পড়ুন : করোনাক্রান্ত হয়ে মৃতদের লাশ দাফন-কাফন করতে হবে : আল্লামা মাসঊদ
এই মহৎ কাজে অংশ নেওয়া একজন ইয়াসিন হাসান এসম্পর্কে তার ফেইসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "সন্দেহভাজন করোনায় মৃত ব্যক্তির জানাযা সম্পন্ন করে দাফন করে আসলাম"।
এই পোস্টের আগের পোস্টে তিনি লিখেছেন, "বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে কাফন-দাফন জানাযা দিতে যাচ্ছি দাউদকান্দির চক্রতলা"।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময় এমন পরোপকারী আদর্শ প্রকাশ করে জাতির সামনে স্বেচ্ছাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করলেন কওমী মাদরাসার তরুণ এই আলেমরা।