
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জার্মানির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামকে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জার্মান সরকারকে সহযোগিতার অংশ হিসেবে দেশটির বান্ডেসলিগা সাইড বরুসিয়া ডর্টমুন্ড ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
যে স্টেডিয়ামকে হাসপাতালে পরিণত করা হবে তার নাম হচ্ছে সিগনাল ইদুনা পার্ক। সেখানে জার্মানির নাগরিকদের করোনাভাইরাসের ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিশ্বের যেসব দেশে কোন ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তার মধ্যে জার্মানী অন্যতম। দেশটিতে এরইমধ্যে ১,৪৪৪ জন মারা গেছেন এবং ৯৬ হাজার ৯২ জন আক্রান্ত হয়েছে।পার্সটুডে।
এমএম/পাবলিকভয়েস