
আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা পূণ্যময় রজনী শবে বরাত পালিত হবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে বিপর্যয়ের মুখে এবারই প্রথম মুসলমানদের পবিত্র উৎসব রমজান ও ঈদকে স্বাগত জানানো হবে শবে বরাত পালনের মাধ্যমে।
তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বহির্বিশ্বের ন্যায় বাংলাদেশেও লকডাউন চলছে। দেশের সমস্ত-অফিস আদালত, স্কুল, মাদরাসা বন্ধ করেছে সরকার। এর মধ্যে মসজিদগুলোতে জামাতে মুসুল্লিদেরকে কম আসার জন্য উৎসাহিত করতে নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এরইমধ্যে এবার আসন্ন শবে বরাতের রাতেও মসজিদে না এসে যার যার ঘরে বসে ইবাদত করার পরামর্শ দিয়েছে দেশের প্রধান সরকারি এ ধর্মীয় প্রতিষ্ঠিানটি।
সংশ্লিষ্ট খবর: ৯ এপ্রিল শবে বরাত
আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে, করোনা সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দিক নির্দেশনামূলক বক্তব্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাসস্থানে বসে পবিত্র শবে বরাতের ইবাদাত যথাযথ মর্যাদায় আদায় করার অনুরোধ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ শনিবার সন্ধায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
শবে বরাতে রোজা রাখা সম্পর্কে মুসলিম স্কলারদের বর্ণনা পড়তে ক্লিক করুন
শবে বরাত সম্পর্কে আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর চারটি করণীয় সম্পর্কে জানতে ক্লিক করুন
শবে বরাত সম্পর্কে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের আরও বিশদ বর্ণনা পড়তে ক্লিক করুন
মুফতী আবদুল মালেকের কাছে করা পাঁচটি প্রশ্নের উত্তর পড়ুন
এছাড়াও শবে-বরাত সম্পর্কে আরও জানতে পড়ুন :
শাবান মাস, শবে বরাত : যা করতেন নবীজী (সা.)
শবে বরাতে বাজি ফোটানোর বিরুদ্ধে শিশুদের পদযাত্রা
শবে বরাত সম্পর্কে ইমামদের বক্তব্য
/এসএস/পাবলিকভয়েস