হাছিব আর রহমান
বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে সংক্রামন এড়াতে ফিলিস্তিনে এক মাসের 'লকডাউন' ঘোষণা করা হয়েছে।
আগের আংশিক লকডাউনকে পুরোপুরি আকারে ঘোষণা করে আজ শুক্রবারে এক নির্দেশনা জারি করা হয়েছে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে।
'ফিলিস্তিন স্বাধীনতা সংস্থা'র সেক্রেটারি জেনারেল শায়েব এরেকাত দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের পক্ষ থেকে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেছিলেন ফিলিস্তিনজুড়ে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আংশিক লকডাউন কার্যকর করা করা হবে। সিদ্ধান্ত অনুসারে, ফার্মাসি ব্যতীত সকল দোকান পাট বন্ধ থাকবে।
ফিলিস্তিনে এখন পর্যন্ত ১৬১ জন করোনা আক্রান্ত রোগীর বিষয়ে নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রনালয়।
আরও পড়ুন :
সবচেয়ে কম সক্ষমতা নিয়ে করোনা প্রতিরক্ষা করছে ফিলিস্তিন
করোনার এই বিপদেও গাজা উপত্যকার অবরোধ শিথিল করেনি ইহুদীবাদী ইসরাইল
করোনা টেস্টের পর কোয়ারেন্টাইনে ইহুদিবাদী নেতা নেতানিয়াহু
প্রসঙ্গত : ডিসেম্বরে চীনের উহান শহরে কোভিট-19 বা করোনাভাইরাস দেখা যাওয়ার পর ইতোমধ্যে ভাইরাসটি কমপক্ষে ১৮১ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্যেমতে দেখা গেছে যে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫২,৯০০ এরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং এক মিলিয়নের (১০ লাখ) বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
যার মধ্যে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এবং মৃত্যুসংখ্যায় ইতালি সবার আগে রয়েছে। সাথে সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২ লাখ ১০ হাজারের বেশি লোক সুস্থ হয়ে ফিরেছেন।
সূত্র : আনাদুলু থেকে অনুবাদ।