
পাবলিক ভয়েস: স্পেনে বৃহস্পতিবার করোনাভাইরাসে ৯৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার সন্ধা ৬টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ইউরোপী ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল স্পেন’ এ খবর দিয়েছে।
এদিন ইউরোপের এ দেশটিতে ৮,১০২টি নতুন সংক্রমণ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১ হাজার ২৩৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ১০০০৩ জন নাগরিকের।
এছাড়া দেশটিতে আইসোলেশনে আছে ৬ হাজার ৯২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৭৪৩ জন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের টুইট
Datos actualizados de #COVID19 en España por CCAA
➡️Puedes descargarte todos los materiales de información aquí: https://t.co/d2w8uPHse4#EsteVirusLoParamosUnidos #QuédateEnCasa pic.twitter.com/Y9zMRI55Q4
— Ministerio de Sanidad (@sanidadgob) April 2, 2020
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা স্পেনে। সর্বোচ্চ মৃত্যু ইতালিতে ১৩৯১৫ জন।
সংশ্লিষ্ট খবর: ইতালি: বৃহস্পতিবার মৃত্যু ৭৬০, আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতির দিকে
স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, টানা ষষ্ঠ দিনের মতো বিগত ২৪ ঘন্টা সময়কালে ৮০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস