পাবলিক ভয়েস: মহামারী করোনাভাইরাসে মঙ্গলবার ইতালিতে ৮৩৭ জনেও মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন আক্রান্ত হয়েছেন ৪০২৩ জন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৪২৮ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮১৬৫৫ জন।
সোমবার সন্ধা থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বশেষ তথ্য নিয়ে প্রতিদিনের সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সন্ধা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এ পরিসংখ্যান তুলে ধরেছে দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ। খবর ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’।
অন্যদিকে প্রাদুর্ভাব শুরুর পর থেকে ইতালিতে সুস্থ, অসুস্থ, মৃত সব মিলিয়ে মোট ১০৫৭৬২ জনের শরীরে করোনা চিহ্নিত হয়েছে।
তবে চলতি সপ্তাহ জুড়ে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতির দিকে উঠানামা করছে। এ নিয়ে ইতালির উপ-স্বাস্থ্যমন্ত্রী পিয়েরপাওলো সিলেরি বলেছেন, সর্বশেষ তথ্য থেকে দেখা গেছে যে, ইতালি সাত থেকে দশ দিনের মধ্যে সংক্রামিত মানুষের সংখ্যা হ্রাস দেখতে শুরু করবে।
ইতালি: সোমবার মৃতের সংখ্যা ৮১২, মোট মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার
ইতালি: রোববার মৃত বেড়ে ১০৭৭৯: লকডাউন বৃদ্ধি ৩১ জুলাই পর্যন্ত
ইতালি: মৃতের সংখ্যা পেরিয়েছে ১০ হাজার, শনিবার মৃত্যু ৮০৯ জন
ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস