করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারিতে সরকারীভাবে বরাদ্দকৃত ত্রাণ ও সাহায্য বিতরণে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়ার আহবান করেছেন 'ইসলামী আন্দোলন বাংলাদেশ'এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
তিনি বলেছেন, সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। কেবলমাত্র দলীয় কর্মীদেরকেই ত্রাণ দেয়া হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হচ্ছে। ত্রাণ বিতরণে এধরণের অনিয়ম মেনে নেয়া যায় না। তাই সারাদেশে ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, করোনা আক্রান্ত মানুষ যথাযথ সেবা পাচ্ছে না। স্বাস্থ্য সেবা নিশ্চিত ও আরো উন্নত করতে হবে বলেও দাবি জানান তিনি।
এদিকে ইসলামী আন্দোলনের ব্যবস্থাপনায় ঢাকার গেন্ডারিয়া ও মুগদা থানায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা মহামারীতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া ও মুগদা থানার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
তাদের নেতৃত্বে এসব এলাকায় বাড়ীতে বাড়ীতে গিয়ে যথাযথ নিয়মে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।