
শাহনূর শাহীন, পাবলিক ভয়েস: গতকাল শনিবার সন্ধা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ইতালিতে করোনভাইরাসে ৮০৯জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০,০০০ ছাড়ালো।
অন্য যে কোনো দেশের তুলনায় বেশি মৃত্যুর মুখোমুখি হয়ে ইতালিতে এই সংখ্যা এখন দাঁড়িয়েছে ১০০২৩ জন-এ। এছাড়া শনিবার নতুন করে ৩৬৫১জন নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০০৬৫জন-এ।
শনিবার স্থানীয় সময় ৬টা (বাংলাদেশ সময় রাত ১১টা) ইউরোপীয় ইংরেজী দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ এ খবর দিয়েছে।
এর আগে শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ইতালিতে। এদিন ৯৬৯ জনের মৃত্যুর খবর জানায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ।
সংশ্লিষ্ট সংবাদ:
ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, প্রাণহানি ৯৬৯ জনের
এ নিয়ে গত তিনদিনেই ইতালিতে মারা গেছে ২৪৯০জন। যা আমেরিকা যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মোট মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি।
এদিকে শনিবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টে ইউরোপের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, করোনাভাইরাস হুমকির প্রতি দৃঢ় পদক্ষে না নিলে ইউরোপীয় ইউনিয়ন তার উদ্দেশ্য হারাতে পারে।
ওইদিন ইউরোপী ইউনিয়নের নেতাদের ছয় ঘন্টার ভিডিও কনফারেন্সে ইইউর দুই নেতার সিদ্ধান্তহীনতার জেরে এই হুশিয়ারি দেন ইতালির প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে জিউসেপ্পে কন্টে ইতালি ও স্পেন এর পক্ষ থেকে একটি অর্থনৈতিক সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলেন যার ব্যাপারে একমত হতে পারেননি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী জান পিটার বালকেন্দে।
উল্লেখ্য, ইতালির সরকার এখনকার লকডাউন সময় এপ্রিলের ৩ তারিখ থেকে বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত করার পরিকল্পনা বিবেচনা করছে বলে জানা গেছে। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলির বরাতে এখবর দিয়েছে ‘দ্য লোকাল ইতালি’।
ইউরোপীয় দৈনিক ‘দ্য লোকাল ইতালি’ অবলম্বনে শহনূর শাহীন
/এসএস/পাবলিকভয়েস