তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান জাতীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন, "আমরা যদি সমস্ত সতর্কতা অবলম্বন করি তাহলে আল্লাহর রহমতে আমরা করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত হয়ে উঠতে পারবো। তাই তুরস্কের সব জনগণকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তুরস্ক স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যমতে, তুরস্কে এ পর্যন্ত ৫৬০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে যাদের মধ্যে ৯২ জন মৃত্যুবরণ করেছেন এবং ৪২ জন সম্পুর্ণ সুস্থ হয়ে ফিরেছেন।
তুরস্কে করোনা ভাইরাসের বিস্তার রোধে তুরস্কের সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান।
জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন: "সকল আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।" অভ্যন্তরীণ পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এরদোগান বলেন, তুরস্কের জনসংখ্যার তুলনায় করোনা প্রতিরক্ষায় প্রয়োজনের চেয়েও বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং তুর্কি জনগণের সুরক্ষায় সরকার সকল ব্যবস্থাপনা এবং উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত : চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রামন এখন বিশ্বের প্রায় ১৮৫ টি দেশে ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস দেখা যাওয়ার হওয়ার এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬,০৭,৯০০ জন আক্রান্ত হয়েছেন। এবং ২৮,১০০ এর বেশি মানুষ এই ভাইরাস সংক্রামনে মৃত্যুবরণ করেছেন। এবং ১৩২,৬০০ এরও বেশি মানুষ সুস্থ হয়ে ফিরেছেন। যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, ইরান এবং স্পেন করোনাভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে রয়েছে।
সূত্র : আনাদুলু
এইচআরআর/পাবলিক ভয়েস